প্রগতি
তুষভান্ডার ফেডারেশন
কম্পিউটার
প্রশিক্ষণ কেন্দ্র
কালীগঞ্জ,লালমনিরহাট।
তারিখ:০৫/০৬/২০১৬ ইং
সেশন:এপ্রিল ২০১৬ হতে জুন ২০১৬
তারিখ:০৫/০৬/২০১৬ ইং
সেশন:এপ্রিল ২০১৬ হতে জুন ২০১৬
![]() |
বিদায় সংবধর্না অনুষ্ঠান ২০১৬ প্রগতি তুষভান্ডার ফেডারেশন। |
বক্তব্য রাখছেন জনাব, আবু সুফিয়ান (উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কালীগঞ্জ,লালমনিরহা। তিনি প্রথমে শুভেচ্ছা বিনিময় করেন এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে প্রগতি তুষভাণ্ডার ফেডারেশন যে,ভুমিকা রাখছে এজন্য অন্তরিকভাবে ধন্যবাদ জানায়। এবং পরিক্ষা ফলাফল প্রকাশ করেন এবং ভাল রেজাল্ট করা ছাত্র/ছাত্রীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন। কম্পিউটার প্রশিক্ষণ সম্পর্কে বিষাদ আলোচনা করেন।
![]() | ||||
বিদায় সংবধর্না অনুষ্ঠান বক্তব্য রাখছেন জনাব মাইদুল ইসলাম |
বক্তব্য
রাখছেন জনাব, মাইদুল ইসলাম (পি এম) আরডিআরএস বাংলাদেশ,লালমনিরহাট। তিনি প্রথমে শুভেচ্ছা বিনিময় করেন । তিনি (৩ মাস মেয়াদী) অফিস অ্যাপ্লিকেশন কোর্সের ছাত্র/ছাত্রীদের কম্পিউটার বিষয়ে বিষাদ আলোচনা করেন এবং বলেন যে কারিগড়ি শিক্ষা নিলে দেশ জুরে কর্মমেলে । তাই আমরা কারিগড়ি শিক্ষা সবার মাঝে ছড়িয়ে দিতে চাই কারন বর্তমান পেক্ষাপটে বেকারত্ব একটি বড় সমস্যা
যা কিনা একটি দেশের তথা সমগ্র বিশ্বের বোঝাস্বরুপ তাই কারিগড়ি শিক্ষা ছাড়া কোন বিকল্প নাই। তাই আমার অল্প খরচে,
![]() |
পুরুষ্কার বিতরণ করছেন |
অতিযত্ন, ও দক্ষতা ও সাফল্যের সাথে শিক্ষা
প্রদান করে আসছে। এখানে মোট ছাত্র/ছাত্রী সংখ্যা ১২০ জন তারা সফল্যর সাথে প্রশিক্ষণ গ্রহন করে আসছে এবং প্রায় ১৫-২০ জনের কর্মসংস্থানের ব্যাবস্থা হয়েছে এবং তারা বর্তমানে সাফলের সাথে কাজ করে চলছে আমরা তাদের উজ্জল জীবন কমনা করি ।
বর্তমান পেক্ষাপটে ঘরে বসে ইনকাম করার ব্যবস্থা আছে । কারন এখন আউট সুসিং এর মাধ্যমে আমারা ঘরে বসে টাকা রোজগার করতে পারি । তাই আমার গ্রাফিক্স,আউট সুসিং ,ওয়েব ডেভলমেন্ট এর কোর্সের ব্যবস্থা করেছি অল্প সময়ে অল্প টাকায় আপনি ঘরে বসে ইনকাম করতে পারেন। বেকারত্ব একটি বড় সমস্যা। তাই আপনাদের কে বেকারত্বর অভিশাপ থেকে বেড়িয়ে
আসতে হবে এবং আত্ননির্ভরশীল হতে হবে । সবাই কে ধন্যবাদ জানিনে তার বক্তব্য শেষ করেন।



![]() |
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন rdrsbangladesh.net