প্রগতি তুষভান্ডার ফেডারেশন

কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র
কালীগঞ্জ,লালমনিরহাট


 


উত্তরবঙ্গের পিছিয়ে পড়া জেলা লালমনিরহাট এর দরিদ্র ও অবহেলিত, সুবিধা ও অধিকার বঞ্চিত জনগনকে সংগঠিত করে তাদের আর্থ-সামাজিক অবস্থা ও অবস্থানের উন্নয়নের জন্য বিভিন্ন সেবামূলক কার্যক্রমের মাধ্যমে আরডিআরএস বাংলাদেশ ১৯৭২ সালে তার যাত্রা শুরু করে। দরিদ্র জনগণকে অধিকার বিষয়ে সচেতন করার জন্য সামাজিক সংগঠনের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি (ইউনিয়ন ফেডারেশন), নারী পুরুষের সমতা ও উন্নয়নে সচেতনতা বৃদ্ধি, অবহেলিত নির্যাতিত নারীদের আয় বৃদ্ধি মূলক কর্মকান্ডে সম্পৃক্তকরণ, প্রশিক্ষণ ও সম্পদ বিতরণের মাধ্যমে খাদ্য নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন, কৃষির নতুন প্রযুক্তি সম্প্রসারণ এবং প্রদর্শনীর ও প্রশিক্ষণের মাধ্যমে প্রযুক্তি হস্তান্তর, ঋণ কার্যক্রমসহ অত্র এলাকার দরিদ্র জনগণের ক্ষমতায়ন, অধিকার, মানবাধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে লালমনিরহাট জেলার মোট ৫টি উপজেলা (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, পাটগ্রাম ও হাতীবান্ধা) লক্ষ্য ভূক্ত জনগোষ্ঠী নিয়ে কাজ করছে। এই ৫টি উপজেলায় ১০টি জনতথ্য কেন্দ্র ( ৮টি আরডিআরএস কর্তৃক ২টি সদস্যদের চাঁদায়) স্থাপনের মাধ্যমে স্থানীয় জনগনের দোরগোড়ায় ই- সেবা পৌছে দেয়া হচ্ছে। 


কালীগঞ্জ উপজেলাধীন তুষভান্ডার ইউনিয়নে ২টি সরকারী মাধ্যমিক বিদ্যালয় ও ¯œাতক পর্যায়ের দু’টি মহাবিদ্যালয় আছে। এই ইউনিয়নটি অর্থনৈতিক ও সামাজিকভাবে সমৃদ্ধ হলেও আইটি প্রযুক্তিতে অনেকখানি পিছিয়ে। এই আইটি বিষয়ে পিছিয়েপড়া জনগোষ্ঠিকে আইটিসেবা সহজলভ্য করতে ও বাংলাদেশ সরকারের স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আরডিআরএস বাংলাদেশ আইটি বিষয়ে ইন্টানেট সেবা জনগনের দোরগোড়ায় পৌছে দেয়ার জন্য ০১ নভেম্বর ২০০৮ সালে প্রগতি তুষভান্ডার ফেডারেশনে একটি জনতথ্য সেবাকেন্দ্র চালু করে।

প্রাথমিক অবস্থায় একটি কম্পিউটার, প্রিন্টার, মডেম, ওয়েব ক্যামেরার মাধ্যমে ই-তথ্যসেবার কার্যক্রম শুরু করে বর্তমানে জনতথ্য কেন্দ্রের আয় দিয়ে আরও ৪টি কম্পিউটার কিনে প্রশিক্ষন কেন্দ্রের রুপ প্রদান করা হয়।




একনজরে প্রগতি তুষভান্ডার ফেডারেশন জনতথ্য - কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্র:



জনতথ্য কেন্দ্র এর প্রদত্ত সেবা সমূহ:

ইন্টারনেট : ইন্টারনেট খোলা ও ব্রাউজিং, ই-মেইল পাঠানো, ভিডিও কনফারেন্স,স্কাইপি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলে ভর্তি, ফরম পুরন, ফলাফল দেখা, দেশে বিদেশে চাকরির আবেদন।


জিওন সফট্ওয়ার
কৃষি বিষয়ে বিভিন্ন সেবা ও তথ্য প্রদান, স্বাস্থ্য বিষয়ে সচেতনতা ও চিকিৎসা পরামর্শ প্রদান, শিক্ষা বিষয়ে তথ্য ও সেবা প্রদান।

 সাধারন সেবাঃ কম্পিউটার কম্পোজ ও প্রিন্ট, ফটোকপি, লেমিনেটিং, ছবি তোলা ও প্রিন্ট করা


                    কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র
এমএস ওয়ার্ড, এমএস এক্সেল,পাওয়ার পয়েন্ট,    ইন্টারনেট ব্রাউজিং, পিডিএফ, ইংলিশ ও বাংলায় দ্রুত লেখার পদ্ধতি, গ্রাফিক্স সহ   ।








প্রশিক্ষন কেন্দ্রের উল্লেখ্যযোগ্য ফলাফল:

 ১ম, ২য়  ও ৩য়  ব্যাচে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে ৯০ জন নারী ও যুব ফোরামসহ স্থানীয় বেকার যুবক/যুবতীরা ৩ মাস কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন করেছে;

  উক্ত প্রশিক্ষন নিয়ে  ১১ জন রংপুর ও ঢাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে কম্পিউটার বিষয়ে চাকুরি গ্রহন করেছে।

  ৪র্থ ব্যাচে ১২ জন ভর্তি হয়েছে ও ভর্তি প্রক্রিয়া চলমান রয়েছে;

  গত ছয় মাসে জনতথ্য কেন্দ্রটি হতে প্রায় ৩২৫ জন লোক বিভিন্ন ধরনের সেবা গ্রহণ করেছে;

  ইউনিয়ন পরিষদ ও ফেডারেশনের বিভিন্ন তথ্য ডাটাবেজ করে কেন্দ্রে সংরক্ষণ করা হয়েছে।





আরডিআরএস বাংলাদেশ স্কোপ প্রকল্প কর্তৃক পরিচালিত  প্রগতি তুষভান্ডার ফেডারেশন জনতথ্য কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্রটি উপজেলাল মধ্যবর্তী স্থানে অবস্থিত। আইটি বিষয়ে পিছিয়ে পড়া জনগনকে আইটি সেবা প্রদানের জন্য ইউনিয়ন পরিষদ কর্তৃক পরিচালিত ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রটি সেবা প্রদানের ক্ষমতা যথেষ্ট নয়। আইটি সেবা জনগনের দোরগোড়ায় পৌছে দেয়ার জন্য এই কেন্দ্রটির গুরুত্ব অপরিসীম। অর্থনৈতিভাবে এগিয়ে থাকা জনগোষ্ঠির আইটি বিষয়ে নানা সীমাবদ্ধতার মাঝেও এ কেন্দ্রের সেবা প্রদানের সক্ষমতা সন্তোশজনক। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই কেন্দ্রটির আরও উন্নয়নের জন্য দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট সকলের প্রয়োজনীয় উদ্যোগ, নিবিড় পর্যবেক্ষণ, আর্থিক সহায়তা, প্রদানের মাধ্যমে জনতথ্য - প্রশিক্ষন কেন্দ্রটিকে আরও সফল কেন্দ্র হিসেবে তৈরি করা সম্ভব হবে।










- Copyright © Computer Training Center - RDRS BANGLADESH/ - Powered by http://milonjtk.blogspot.com/ - Designed by Progati Tusvander Fedration -