Progati Tusvander Fedration
Computer Tring Center
Kaligonj,Lalmonirhat
সেশন:১৫ ডিসেম্বর হতে ১৫ মাচ ২০১৬
Computer Tring Center
Kaligonj,Lalmonirhat
সেশন:১৫ ডিসেম্বর হতে ১৫ মাচ ২০১৬
প্রগতি তুষভান্ডার ফেডারেশন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আজ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্টিত হল। সেখানে
উপস্থিত ছিলেন জনাব নুর ইসলাম চেয়ারম্যান (তুষভান্ডার) জনাব হোসনে শামীম আরডিআরএস বাংলাদেশ উর্দ্ধনত সামাজিক
কর্মকর্তা কালীগঞ্জ,লালমনিরহাট, জনাব শফিকুল ইসলাম (জেলা তথ্য অফিসার) লালমনিরহাট,
ও পারিবারিক আয় উন্নয়ন মহিলা সংস্থা ফিডা এর নির্বাহী পরিচালক জনাব ফিরোজা বেগম, সহ
সমাজের গন্যমান্য ব্যাক্তিবর্গ। তারা তিন মাস মেয়াদী অফিস অ্যাপ্লিকেশন কোর্সে বিদায়
সংবর্ধনা ঘোষনা করে এবং ভাল রেজাল্ট করা ছাত্র/ছাত্রীদের পুরষ্কার বিতরন করেন। ডিজিটাল
বাংলাদেশ গড়া লক্ষে প্রগতি তুষভান্ডার ফেডারেশনের ভুমিকাঃ-
প্রগতি তুষভান্ডার ফেডারেশন আরডিআর এস বাংলাদেশ এর সহযোগীতায়
গঠিত একটি প্রতিষ্ঠান। ডিজিটাল বাংলাদেশ গড়া লক্ষে এই প্রতিষ্ঠানটি একটি অন্যতম
কাজ করে চলছে কারন কর্মছাড়া মুক্তি নাই শিক্ষার কোন কিকল্প নাই,যদি গড়তে চান
সোনালী দিন কম্পিউটার কেন্দ্রে প্রশিক্ষণ নিন
আর এই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে মাধ্যমে
বর্তমানে বেকার সমস্য দুর
করা সম্ভব তাই এই প্রতিষ্ঠানের ভুমিকা অনেক। কারন এই প্রতিষ্ঠানের
অল্প টাকা কম্পিউটার প্রশিক্ষণ করে বেকার যুবক/যুবতী তাদের র্কমসংস্থান করে এবং তাদের
সাফল্য কামনা করে। এখানে ছাত্র/ছাত্রীর সংখ্যা প্রায় ৮০ জন প্রশিক্ষণ গ্রহন করে তারা তাদের ভাগ্য বদলে দিতে পারে। কারিগড়ি শিক্ষা নিন ,নিজের ভাগ্য
বদলে দিন ।



