Recent Blog post

Archive for January 2017




প্রগতি তুষভান্ডার ফেডারেশন

কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র
কালীগঞ্জ,লালমনিরহাট


 


উত্তরবঙ্গের পিছিয়ে পড়া জেলা লালমনিরহাট এর দরিদ্র ও অবহেলিত, সুবিধা ও অধিকার বঞ্চিত জনগনকে সংগঠিত করে তাদের আর্থ-সামাজিক অবস্থা ও অবস্থানের উন্নয়নের জন্য বিভিন্ন সেবামূলক কার্যক্রমের মাধ্যমে আরডিআরএস বাংলাদেশ ১৯৭২ সালে তার যাত্রা শুরু করে। দরিদ্র জনগণকে অধিকার বিষয়ে সচেতন করার জন্য সামাজিক সংগঠনের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি (ইউনিয়ন ফেডারেশন), নারী পুরুষের সমতা ও উন্নয়নে সচেতনতা বৃদ্ধি, অবহেলিত নির্যাতিত নারীদের আয় বৃদ্ধি মূলক কর্মকান্ডে সম্পৃক্তকরণ, প্রশিক্ষণ ও সম্পদ বিতরণের মাধ্যমে খাদ্য নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন, কৃষির নতুন প্রযুক্তি সম্প্রসারণ এবং প্রদর্শনীর ও প্রশিক্ষণের মাধ্যমে প্রযুক্তি হস্তান্তর, ঋণ কার্যক্রমসহ অত্র এলাকার দরিদ্র জনগণের ক্ষমতায়ন, অধিকার, মানবাধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে লালমনিরহাট জেলার মোট ৫টি উপজেলা (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, পাটগ্রাম ও হাতীবান্ধা) লক্ষ্য ভূক্ত জনগোষ্ঠী নিয়ে কাজ করছে। এই ৫টি উপজেলায় ১০টি জনতথ্য কেন্দ্র ( ৮টি আরডিআরএস কর্তৃক ২টি সদস্যদের চাঁদায়) স্থাপনের মাধ্যমে স্থানীয় জনগনের দোরগোড়ায় ই- সেবা পৌছে দেয়া হচ্ছে। 


কালীগঞ্জ উপজেলাধীন তুষভান্ডার ইউনিয়নে ২টি সরকারী মাধ্যমিক বিদ্যালয় ও ¯œাতক পর্যায়ের দু’টি মহাবিদ্যালয় আছে। এই ইউনিয়নটি অর্থনৈতিক ও সামাজিকভাবে সমৃদ্ধ হলেও আইটি প্রযুক্তিতে অনেকখানি পিছিয়ে। এই আইটি বিষয়ে পিছিয়েপড়া জনগোষ্ঠিকে আইটিসেবা সহজলভ্য করতে ও বাংলাদেশ সরকারের স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আরডিআরএস বাংলাদেশ আইটি বিষয়ে ইন্টানেট সেবা জনগনের দোরগোড়ায় পৌছে দেয়ার জন্য ০১ নভেম্বর ২০০৮ সালে প্রগতি তুষভান্ডার ফেডারেশনে একটি জনতথ্য সেবাকেন্দ্র চালু করে।

প্রাথমিক অবস্থায় একটি কম্পিউটার, প্রিন্টার, মডেম, ওয়েব ক্যামেরার মাধ্যমে ই-তথ্যসেবার কার্যক্রম শুরু করে বর্তমানে জনতথ্য কেন্দ্রের আয় দিয়ে আরও ৪টি কম্পিউটার কিনে প্রশিক্ষন কেন্দ্রের রুপ প্রদান করা হয়।




একনজরে প্রগতি তুষভান্ডার ফেডারেশন জনতথ্য - কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্র:



জনতথ্য কেন্দ্র এর প্রদত্ত সেবা সমূহ:

ইন্টারনেট : ইন্টারনেট খোলা ও ব্রাউজিং, ই-মেইল পাঠানো, ভিডিও কনফারেন্স,স্কাইপি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলে ভর্তি, ফরম পুরন, ফলাফল দেখা, দেশে বিদেশে চাকরির আবেদন।


জিওন সফট্ওয়ার
কৃষি বিষয়ে বিভিন্ন সেবা ও তথ্য প্রদান, স্বাস্থ্য বিষয়ে সচেতনতা ও চিকিৎসা পরামর্শ প্রদান, শিক্ষা বিষয়ে তথ্য ও সেবা প্রদান।

 সাধারন সেবাঃ কম্পিউটার কম্পোজ ও প্রিন্ট, ফটোকপি, লেমিনেটিং, ছবি তোলা ও প্রিন্ট করা


                    কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র
এমএস ওয়ার্ড, এমএস এক্সেল,পাওয়ার পয়েন্ট,    ইন্টারনেট ব্রাউজিং, পিডিএফ, ইংলিশ ও বাংলায় দ্রুত লেখার পদ্ধতি, গ্রাফিক্স সহ   ।








প্রশিক্ষন কেন্দ্রের উল্লেখ্যযোগ্য ফলাফল:

 ১ম, ২য়  ও ৩য়  ব্যাচে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে ৯০ জন নারী ও যুব ফোরামসহ স্থানীয় বেকার যুবক/যুবতীরা ৩ মাস কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন করেছে;

  উক্ত প্রশিক্ষন নিয়ে  ১১ জন রংপুর ও ঢাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে কম্পিউটার বিষয়ে চাকুরি গ্রহন করেছে।

  ৪র্থ ব্যাচে ১২ জন ভর্তি হয়েছে ও ভর্তি প্রক্রিয়া চলমান রয়েছে;

  গত ছয় মাসে জনতথ্য কেন্দ্রটি হতে প্রায় ৩২৫ জন লোক বিভিন্ন ধরনের সেবা গ্রহণ করেছে;

  ইউনিয়ন পরিষদ ও ফেডারেশনের বিভিন্ন তথ্য ডাটাবেজ করে কেন্দ্রে সংরক্ষণ করা হয়েছে।





আরডিআরএস বাংলাদেশ স্কোপ প্রকল্প কর্তৃক পরিচালিত  প্রগতি তুষভান্ডার ফেডারেশন জনতথ্য কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্রটি উপজেলাল মধ্যবর্তী স্থানে অবস্থিত। আইটি বিষয়ে পিছিয়ে পড়া জনগনকে আইটি সেবা প্রদানের জন্য ইউনিয়ন পরিষদ কর্তৃক পরিচালিত ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রটি সেবা প্রদানের ক্ষমতা যথেষ্ট নয়। আইটি সেবা জনগনের দোরগোড়ায় পৌছে দেয়ার জন্য এই কেন্দ্রটির গুরুত্ব অপরিসীম। অর্থনৈতিভাবে এগিয়ে থাকা জনগোষ্ঠির আইটি বিষয়ে নানা সীমাবদ্ধতার মাঝেও এ কেন্দ্রের সেবা প্রদানের সক্ষমতা সন্তোশজনক। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই কেন্দ্রটির আরও উন্নয়নের জন্য দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট সকলের প্রয়োজনীয় উদ্যোগ, নিবিড় পর্যবেক্ষণ, আর্থিক সহায়তা, প্রদানের মাধ্যমে জনতথ্য - প্রশিক্ষন কেন্দ্রটিকে আরও সফল কেন্দ্র হিসেবে তৈরি করা সম্ভব হবে।










এক নজরে প্রগতি তুষভান্ডার ফেডারেশনের কার্যক্রম সমূহ


১০/০২/২০১৮ ইং তারিখ থেকে  ৩০/০২/২০১৮ ইং তারিখ রাত ১২ পর্যন্ত


প্রগতি তুষভান্ডার ফেডারেশন
কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র 
কালীগঞ্জ,লালমনিহাট।
                           

অনলাইনে ভর্তির আবেদন ফরম পূরন করুন -

  Progati Tusvander Fedration
 Computer Tring Center
  Kaligonj,Lalmonirhat



                                                                                                            তারিখ:২২/০৯২০১৬ ইং

প্রগতি তুষভান্ডার ফেডারেশন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র  আজ  তিন মাস মেয়াদী অফিস অ্যাপ্লিকেশন কোর্সের পরিক্ষা চলছে........









এখানে উপস্থিত ছিলেন জনাব, রায়হানুল ইসলাম (রতন) টেকনিক্যাল  অফিসার আরডিআরএস    বাংলাদেশ,জনাব হোসনে শামীম আরাডিআর এস বাংলাদেশ উর্দ্ধনত সামজিক কর্মকর্তা  কালীগঞ্জ,লালমনিহাট, উপস্থিত ছিলে জনাব রনজিৎ কুমার  হাতীবান্ধা উদ্ধনর্ত সামজিক কর্মকার্তা  সহ কম্পিউটা প্রশিক্ষণ কেন্দ্রর পরিচালক-মোঃ মিলন হোসেন  মোট পরিক্ষাথীর  সংখ্যা ৩০  জন  


রেজাল্ট প্রকাশঃ----- ২৫/০/২০১৬ ইং



Exaim-2016





Exaim Information-2016-2017






প্রগতি তুষভান্ডার ফেডারেশন
কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র
কালীগঞ্জ,লালমনিরহাট।
পরিচালক..............


সুপ্রিয় শিক্ষানুরাগী সুহৃয়......


শুভেচ্ছা রইল । বিরাট সম্ভবনাময় জীবনকে সামনে রেখে উচ্চ শিক্ষার দ্বার প্রান্তে আপনাদের শুভ পদচারণা শুরু হয়েছে । কিন্তু বর্তমান পেক্ষাপটে বেকারত্ব একটি বড় সমস্যা যা কিনা একটি দেশের তথা সমগ্র বিশ্বের বোঝাস্বরুপ । তাই আপনাদের কে বেকারত্বর অভিশাপ থেকে বেড়িয়ে আসতে হবে এবং আত্ননির্ভরশীল হতে হবে । আপনার কর্মব্যস্ত পূর্ণময় জীবনই হবে জাতি দেশ তথা বিশ্বের উন্নয়নের অবলম্বন । কালের প্রবাহের বিবর্তনের ধারায় বর্তমান যন্ত্র কৌশলের যুগে কারিগাড়ি শিক্ষার কোন বিকল্প নাই তাই বলা যায় “কর্ম ছাড়া মুক্তি নাই শিক্ষার কোন বিকল্প নাই “যদি গড়তে চান সোনালী দিন কম্পিউটার কেন্দ্রে প্রশিক্ষণ নিন ‌‌‌‍’’ শিক্ষার অজ্ঞতাই অন্ধকারের শামিল। কাজেই পরমুখাপেক্ষী না থেকে নিজেকে হাতিযার হিসাবে গড়ে তুলুন । তাই আরডিআরএস বাংলাদেশ এর একটি প্রতিষ্ঠান প্রগতি তুষভান্ডার ফেডারেশন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আপনার ভাল বন্ধু হতে পারে ।

আন্তরিক প্রচেষ্টায় ও অক্লান্ত পরিশ্রমে আমাদের প্রতিষ্ঠানটি সমৃদ্ধ হয়ে একটি স্বাতন্ত্র্য স্থান নিয়ে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের ক্ষেত্রে অগ্রদৃত হিসাবে কাজ করে চলছে । অল্প খরচে, অতিযত্ন, ও দক্ষতা ও সাফল্যের সাথে শিক্ষা প্রদান করে আসছে।

যারা উন্নত জীবনের স্বপ্ন দেখতে ভালবাসেন । তারা কম্পিউটার প্রশিক্ষণ গ্রহন করুন । এবং অন্যকে শিক্ষার উপযোগী করে তুলন । আর তাদের সঙ্গীহিন হওয়ার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রগতি তুষভান্ডার ফেডারেশন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র তুষভান্ডার, কালীগঞ্জ, লালমনির হাট।

আর নয় দ্বিধা দ্বন্ধ। আপোষহীন এই দীর্ঘ পথ পরিক্রমায় আমাদের প্রতিষ্ঠানটি আপনার কর্মময় উজ্জল জীবনে একটি সরণীয় হয়ে থাকুক। আপনার জীবন কর্মময়হোক। 
                                                               


পরিচালক


মো: মিলন হোসেন
কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র
প্রগতি তুষভান্ডার ফেডারেশন
কালীগঞ্জ,লালমনিরহাট।
 বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

Computer Director about কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালকের কিছূ কথা

  Progati Tusvander Fedration
 Computer Tring Center
  Kaligonj,Lalmonirhat

 সেশন:১৫ ডিসেম্বর হতে ১৫ মাচ ২০১৬

প্রগতি তুষভান্ডার ফেডারেশন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র  আজ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্টিত হল। সেখানে উপস্থিত ছিলেন জনাব নুর ইসলাম চেয়ারম্যান (তুষভান্ডার)  জনাব হোসনে শামীম আরডিআরএস বাংলাদেশ উর্দ্ধনত সামাজিক কর্মকর্তা কালীগঞ্জ,লালমনিরহাট, জনাব শফিকুল ইসলাম (জেলা তথ্য অফিসার) লালমনিরহাট, ও পারিবারিক আয় উন্নয়ন মহিলা সংস্থা ফিডা এর নির্বাহী পরিচালক জনাব ফিরোজা বেগম, সহ সমাজের গন্যমান্য ব্যাক্তিবর্গ। তারা তিন মাস মেয়াদী অফিস অ্যাপ্লিকেশন কোর্সে বিদায় সংবর্ধনা ঘোষনা করে এবং ভাল রেজাল্ট করা ছাত্র/ছাত্রীদের পুরষ্কার বিতরন করেন। ডিজিটাল বাংলাদেশ গড়া লক্ষে প্রগতি তুষভান্ডার ফেডারেশনের ভুমিকাঃ-   

প্রগতি তুষভান্ডার ফেডারেশন আরডিআর এস বাংলাদেশ এর সহযোগীতায় গঠিত একটি প্রতিষ্ঠান। ডিজিটাল বাংলাদেশ গড়া লক্ষে এই প্রতিষ্ঠানটি  একটি অন্যতম  কাজ করে চলছে কারন কর্মছাড়া মুক্তি নাই শিক্ষার কোন কিকল্প নাই,যদি গড়তে চান সোনালী দিন কম্পিউটার  কেন্দ্রে প্রশিক্ষণ নিন আর এই  কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে মাধ্যমে বর্তমানে বেকার সমস্য দুর 

করা সম্ভব তাই এই প্রতিষ্ঠানের ভুমিকা অনেক। কারন এই প্রতিষ্ঠানের অল্প টাকা কম্পিউটার প্রশিক্ষণ করে বেকার যুবক/যুবতী তাদের র্কমসংস্থান করে এবং তাদের সাফল্য কামনা করে। এখানে ছাত্র/ছাত্রীর সংখ্যা প্রায়  ৮০ জন প্রশিক্ষণ গ্রহন করে তারা তাদের ভাগ্য বদলে দিতে পারে। কারিগড়ি শিক্ষা নিন ,নিজের ভাগ্য বদলে দিন ।

                                  
 


প্রথম ব্যাচের বিদায় সংবধর্না অনুষ্ঠান - সেশন:১৫ ডিসেম্বর হতে ১৫ মাচ ২০১৬

- Copyright © Computer Training Center - RDRS BANGLADESH/ - Powered by http://milonjtk.blogspot.com/ - Designed by Progati Tusvander Fedration -